বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

শেষ ম্যাচে টস হেরে বোলিংয়ে সিলেট

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৫

বিপিএলের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে সিলেট ও খুলনা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক শাই হোপ। 

চলমান বিপিএলে শুরু থেকেই পেয়ন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রাখা সিলেট আজ মাঠে নামছে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে। ১১ খেলায় ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে থাকলে ঠিক তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সুপার ফোরে ওঠা বাকি তিন দলই। আজ নিজেদের শেষ ম্যাচে তাই জয় ছাড়া কিছু ভাবছে না মাশরাফির দল। 

নিজেদের শেষ ম্যাচফে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করার লক্ষ্যে সিলেট আজ তাদের বড় দুই অস্ত্র পাকিস্তানের মোহাম্মদ আমির আর ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে এনেছে। পিএসএল খেলতে পাকিস্তানে ফিরে যাওয়ায় শেষ ম্যাচে ছিলেন এন এই দুজন। তবে আজ লিগ পর্বের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচের জন্য এই দুজনকে আবার উড়িয়ে এনেছে সিলেট। 

আজ সিলেটের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে ইনজুরি কাটিয়ে আজ মাঠে নামছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

সিলেটের আজ শেষ ম্যাচ হলেও খুলনা টাইগার্সের সাওমে আজকের পর ম্যাচ থাকছে আরও একটি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া টেবিলের তলানির দলটির লক্ষ্য এখন শেষ দিকে এসে জয় তুলে নিয়ে সম্মানজনক বিদায় নেওয়া।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, গুলবাদিন নাইব, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ আমির ও রুবেল হোসেন

খুলনা টাইগার্স একাদশ: শাই হোপ (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, পল ভ্যান মেকেরেন, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মুরাদ ও নাসুম আহমেদ।

ইত্তেফাক/এসএস