বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

ভারতীয় শিল্পীর সরোদ বাদনে মুগ্ধ ঢাকার দর্শক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৪

ভারতীয় শিল্পীর সরোদ বাদন মুগ্ধতা ছড়ালো রাজধানীর দর্শকদের হৃদয়ে। মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশনের (মঁ ফাউন্ডেশন) আয়োজনে এবং আলিয়স ফ্রসেজ দো ঢাকার সহযোগিতায় ‘বসন্ত এলো বলে’ সরোদ সন্ধ্যার আয়োজন করা হয়।  

বুধবার (৮ ফেব্রুয়ারি) আলিয়স ফ্রসেজ দো ঢাকায় ভারতের দ্বীগুনীল ভট্টাচার্যের সরোদ বাদন শুনিয়ে শ্রোতার মন জয় করে নেন। তাকে তবলায় সঙ্গত করেন ভারতের পণ্ডিত সুভাষ কান্তি দাস। 

বাংলাদেশের তরুণদের মাঝে শাস্ত্রীয় সঙ্গীতকে পৌঁছে দেয়ার ব্রত নিয়ে কাজ করছে মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ড ওয়াইড ফাউন্ডেশন। স্বাগত বক্তব্যে মঁ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহজাবীন রহমান নাভা। 

তিনি বলেন, বাংলার ষড়ঋতুর সাথে শাস্ত্রীয় সংগীতের সম্পর্ক অনেক গভীর। প্রতিটি ঋতুর জন্যেই রয়েছে বিশেষ রাগ সঙ্গীত। হেমন্ত চলে গেল কদিন আগেই। হেমন্তের আমেজ শেষ হতে না হতেই শীতের হাওয়ায় প্রকৃতিতে লাগছে বসন্তের ছোঁয়া। বসন্ত আসছে আর কদিন পরেই। বসন্তের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের সম্পর্ক উদযাপন করতেই এই আয়োজন।

ইত্তেফাক/এমএএম