এইচএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ১৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি বলে জানিয়ে বোর্ড কর্তৃপক্ষ।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত বুধবার (৮ ফেব্রুয়ারি) এক ফলাফল সমীক্ষায় এ তথ্য জানায়।
অকৃতকার্য প্রতিষ্ঠান কলেজগুলো হলো- ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গগর কলেজ- এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিল ১৩ জন, ঠাকুরগাঁও সদরের সালান্দার মহিলা কলেজ-পরীক্ষার্থীর সংখ্যা ১১, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, হাতিবান্ধা উপজেলার দাইখাওয়া মহিলা কলেজ ও ফুলবাড়ী উপজেলার উত্তর লাক্ষীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজ-এই চার শিক্ষা প্রতিষ্ঠানে একজন পরীক্ষার্থী ছিল।
এছাড়া কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার সিংগার দাবড়িহাট হাইস্কুল অ্যন্ড কলেজ, পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ এবং বোদা উপজেলার মারাইয়া মডেল হাইস্কুল অ্যন্ড কলেজ- এই তিন প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা সাত জন করে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দীন কলেজ- পরীক্ষার্থীর সংখ্যা ছয়, কালীগঞ্জ উপজেলার দুহুলী হাইস্কুল অ্যান্ড কলেজ-পরীক্ষার্থীর সংখ্যা চার, নীলফামারীর জলঢাকা উপজেলার চওড়াডাঙ্গী হাইস্কুল অ্যান্ড কলেজ-পরীক্ষার্থীর সংখ্যা তিন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শনকা আদর্শ কলেজ- পরীক্ষার্থীর সংখ্যা তিন ছিল।