শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভাণ্ডারিয়ায় আনোয়ার হোসেন মঞ্জু’র জন্মদিন পালন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৩৩

পিরোজপুরের ভান্ডারিয়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ইত্তেফাকের চেয়ারম্যান, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর জন্মদিন পালন করা হয়।          

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা অডিটরিয়ামে বেসরকারি সামাজিক সংগঠন দৈনিক ইত্তেফাক পাঠক ফোরাম এবং আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারির যৌথ আয়োজনে অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর।

এর আগে বর্ষীয়াণ এ রাজনীতিবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দৈনিক ইত্তেফাক পাঠক ফোরামের উপজেলা সভাপতি এবং হিন্দু মহাজোট নেতা বাবুল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠক ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, পাঠক ফোরামের উপদেষ্টা ও পৌর প্রশাসক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসু, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক দিপংকর দাস, আনোয়ার হোসেন মঞ্জু গ্যালারির কোষাধ্যক্ষ শঙ্কর জীৎ সমদ্দার, সাংবাদিক রিয়াজ মাহাম্মুদ মিঠু, মো. ছগির হোসেন, শিক্ষক শফিকুল ইসলাম আযাদ, আবুবক্কর মাস্টারসহ উভয় সংগঠনের নেতারা।

ইত্তেফাক/আরএজে