বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
আগেই প্লে অফ নিশ্চিত করে বরিশাল। অন্যদিকে আগেই প্লে অফ থেকে ছিটকে গেছে খুলনা। তাই এই ম্যাচ দু'দলের জন্যই শুধুমাত্র আনুষ্ঠানিকতার।
১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে ফরচুন বরিশাল। আর ১১ ম্যাচে ২ জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তলানিতে খুলনা।