বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সকে ১৭০ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল্লাহর উইকেট হারায় বরিশাল। দলীয় ১৪ রানে ৯ বলে ৯ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এরপর এনামুল বিজয় ও চতুরঙ্গ ডি সিলভা মিলে শুরুর ধাক্কা সামাল দেন। তবে দলীয় ৪২ রানে ১৩ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান চতুরঙ্গ ডি সিলভা।
এরপর সাকিব আল হাসান ও বিজয় মিলে রানের চাকা সচল রাখেন। কিছুটা আগ্রাসীভাবে ব্যাটিং করতে থাকেন সাকিব। তবে দলীয় ৭৬ ও ৭৭ রানে জোড়া উইকেট হারায় বরিশাল। ১৪ বলে ২২ রান সাকিব ও ২৯ বলে ২৮ রান করে আউট হন এনামুল বিজয়।
ইব্রাহিম জাদরান ও ডোয়াইন প্রিটোরিয়াস মিলে ৭০ রানের জুটি গড়েন। এরপর ১৪৭ রানে ১৫ বলে ২১ রান করে আউট হন ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষ ওভারে দলীয় ১৬৩ রানে দুই ব্যাটারকে হারায় বরিশাল। ডোয়াইন প্রিটোরিয়াস ২৯ বলে ৪৮ ও মেহেদী মিরাজ রানের খাতা না খুলেই ফিরে যান সাজঘরে।
এরপর ইনিংসের শেষ বলে ৯ বলে ১৮ রান করে আউট হন করিম জানাত। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। খুলনার পক্ষে সাইফউদ্দিন নেন ৪টি উইকেট।