বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরিশালের হয়ে আসছেন ফ্লেচার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে অফে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছে ক্যারিবিয়ান মারকুটে ব্যাটার আন্দ্রে ফ্লেচার। শনিবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চ্যাইজি।

এবারের বিপিএলে দারুণ পারফর্ম করলেও শেষ দুই ম্যাচ হেরে কোয়ালিফায়ারে উঠতে ব্যর্থ হয় বরিশাল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে দেশে চলে গেছে ফরচুন বরিশালের পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ। ব্যাটিংয়ের ঘাটতি পূরণ করতেই মূলত ফ্লেচারকে নিয়ে আসছে বরিশাল।

বরিশালের হয়ে খেলতে বর্তমানে তিনি এখন ঢাকায়। ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৪ টি-২০তে ২১.১১ গড়ে ১১১.৩৭ স্ট্রাইক রেটে করেছেন ৯৫০ রান। 

ইত্তেফাক/জেডএইচ