সন্ত্রাসীদের মারধরের চালকসহ তিনজন আহত হওয়ার প্রতিবাদে খাগড়াছড়ির রামগড়ে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি চালক সমবায় সমিতি।
ঘোষণা অনুযায়ী রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার রামগড়-বৈদ্যপাড়া, রামগড়-পিলাক ও রামগড়-যৌথখামার এই তিন সড়কে সিএনজিচালিত অটোরিকসা চলাচল বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, শনিবার (১১ ফেব্রয়ারি) বিকেলে রামগড়ের প্রেমতলায় স্থানীয় গ্রুপের সন্ত্রাসীরা ফোনে কল করে ডেকে নিয়ে সিএনজি চালক আবুল কালাম (৫৫) ও সাইফুল ইসলামকে (২৮) ব্যাপক মারধর দিয়ে আহত করে। তারা উপজেলার কাশিবাড়ি গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে জামাই-শ্বশুর।
তারা জানান, একই সময়ে সন্ত্রাসীরা কৃষি শ্রমিক সাইফুলকে(৩০) নুরপুর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রেমতলা এলাকায় নিয়ে প্রচণ্ড মারধর করে। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রামগড় সিএনজি অটোরিকসা চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হৃদয় রহমান রনি জানান, তাদের দুই সিএনজি চালককে অমানুষিকভাবে নির্যাতনের প্রতিবাদে তারা সকাল থেকে রামগড়ের তিনটি সড়কে দিনব্যাপী সিএনজি ধর্মঘট পালন করছে।
আহত সিএনজি চালক আবুল কালামের অভিযোগ, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসী সজল দুই লাখ টাকা দাবি করেছিল।
রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম বলেন, সন্ত্রাসীর নির্যাতনে তিন ব্যক্তি আহত হওয়ার ঘটনাটি আমরা জেনেছি। তবে ভুক্তভোগীরা কেউ এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।