শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টস হেরে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৪

উত্তেজনা ঠাসা বিপিএলের প্লে-অফ শুরু হচ্ছে আজ থেকে। এলিমিনেটরে রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামবে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে বরিশালের মুখোমুখি হবে রংপুর। টস জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।  

লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল হিসেবে এলিমিনটরে খেলবে বরিশাল আর রংপুর। আজকের ম্যাচে হারলেই বাদ, আর জিতলে ফাইনালে যাওয়ার আগে প্রথম কোয়ালিফান্য কোনো কিছু ভাবছে না কোনো দলই। 

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), আন্দ্রে ফ্লেচার, মাহমুদউল্লাহ রিয়াদ, ভানুকা রাজাপাকসে, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, করিম জানাত, খালেদ আহমেদ, সানজামুল ইসলাম, ডোয়াইন প্রিটোরিয়াস।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নিকোলাস পুরান, নাইম শেখ, রনি তালুকদার, ডোয়াইন ব্রাভো, শামিম পাটোয়ারি, রকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, মুজিবুর রহমান, দাসুন শানাকা।

ইত্তেফাক/পিএস/এসএস