সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নকশা বহির্ভূত ভবন নির্মাণ, রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১

রাজধানী মিরপুর পল্লবী নকশা বহির্ভূতভাবে বাড়ি নির্মাণ করায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনটি বাড়ির অবৈধ অংশ ভেঙ্গে ফেলাসহ আর্থিক জরিমানা করা হয়। রোববার (ফেব্রুয়ারি ১২) সকাল থেকে দুপুর পর্যন্ত পল্লবী এলাকায় এ অভিযান চলে। কয়েকটি বহুতল ভবনে এ অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এইভাবে যদি নিয়মিতই অভিযান পরিচালনা করে তাহলে এভাবে কেউ আর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করবে না। অভিযানটি ম্যাজিস্ট্রেট শারমিন আরার নেতৃত্বে পরিচালনা করা হয়। অভিযান শেষে তিনটি বাড়িকে তিন লক্ষ টাকা জরিমানা করে।  

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী কর্তৃপক্ষ জোন ৩/১আওতাধীন মিরপুর সেকশন ১২ এলাকায় রাজউক নকশা বহির্ভূত বাড়ি নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দেখা যায়, এইসব এলাকায় ভবন মালিকরা রাজউক কর্তৃক নকশা অনুমোদন নিয়ে ও সেই অনুমোদনকৃত নকশা অনুযায়ী ভাবন নির্মাণ করছেন না। আমরা এইসব ব্যত্যয়কৃত ভবন নির্মাণের জন্য বিভিন্ন দণ্ড প্রদান করছি। এবং একই সঙ্গে তারা যেন পরবর্তীতে অনুমোদনকৃত নকশা ব্যত্যয় করে ভাবন নির্মাণ না করে সেই বিষয়ে সচেতন করছি। পর্যায়ক্রমে এই এলাকায় সকল ব্যত্যয়কৃত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, আমরা একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি, এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলতে থাকবে। 

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন এর অথরাইজড অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজ অফিসার হাসানুরজামান, সহকারী ইমারত পরিদর্শ ইমরান হোসেনসহ রাজউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/পিও