সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়ায় বোনের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে 

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়  দুলাভাই ও বোনের ইচ্ছে পূরণ করতে গিয়ে হেলিকপ্টার ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছেলে শেখ জহির উদ্দিন তুন্নান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিয়ে করতে হেলিকপ্টার থেকে নামেন বর তুন্নান। হেলিকপ্টার ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের ঘটনায় এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বর শেখ জহির উদ্দিন তুন্নান নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ রাফিউদ্দিন আহম্মদের ছোট ছেলের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা মৃত হাবিবুর রহমানের মেয়ে নিগার সুলতানা লিসার বিয়ে হয়। এ সময় হেলিকপ্টার দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমান। উৎসুক জনতার ভিড় সামলাতে পুলিশ ও আনসার মোতায়েন করা হলেও রীতিমতো হিমশিম খেতে হয় তাদের। সেখান থেকে ডার্লিং পয়েন্টে ঘোড়ার গাড়িতে করে কনের বাড়িতে যান বর শেখ জহির উদ্দিন তুন্নান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে নববধূকে নিয়ে হেলিকপ্টারে করে ফিরে আসেন। 

বরের দুলাভাই সৈয়দ লুৎফর হায়দার বলেন, বরের একমাত্র বোনের ইচ্ছে পূরণ করতেই হেলিকপ্টার ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের এ আয়োজন।
 
বর শেখ জহির উদ্দিন তুন্নান বলেন, দুলাভাই ও বোনের ইচ্ছে পূরণ করতেই তিনি হেলিকপ্টার ও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করেছেন। বিষয়টি তার কাছে বেশ রোমাঞ্চকর ছিলো বলে জানিয়েছেন। 

ইত্তেফাক/এবি/পিও