শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদারীপুরে সাবেক ইউপির চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৩

মাদারীপুর সদরের আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানকে (৬৫) কুপিয়ে জখম করে দুবৃর্ত্তরা। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে মাদারীপুর পৌর শহরের আছমত আলী খান সড়কের শকুনী এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মজিবর রহমান খান রাত সোয়া ৯টার দিকে বাজার করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছা মাত্র মুখোশধারী পাঁচ সদস্যের একদল দুবৃর্ত্তরা তার গতি রোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে মাথা ও পায়ে জখম করে। তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে  দুবৃর্ত্তরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাতিজা সজল খানের অভিযোগ, এ ঘটনার সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার জড়িত।

অভিযুক্ত পেয়ারপুরের বর্তমান চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। বিরোধী পক্ষের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তদন্ত সাপেক্ষে এ ন্যাকারাজনক ঘটনার আমিও বিচার দাবি করি।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতের যেন সু-চিকিৎসা হয়, সে ব্যাপারেও খেয়াল রেখেছি। এ ছাড়া হামলাকারীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে এবং সকল প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/আরএজে