সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

২০২৬ বিশ্বকাপ খেলবেন নেইমার!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। দলের এমন বিদায়ে বেশ ভেঙ্গে পড়েন নেইমার। কাতার বিশ্বকাপ খেলতে নামার আগে এইটা তার শেষ বিশ্বকাপ এমন ইঙ্গিতও দিয়েছিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর নেইমার।

তবে এবার ২০২৬ বিশ্বকাপ খেলার ইঙ্গিত দিলেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি বছরের পর বছর ধরে এগিয়ে যেতে চাই। অবশ্যই আমার অনেক বড় স্বপ্ন আছে, আর সেটা হলো বিশ্বকাপ জয়।’

লিওনেল মেসি

৩৫ বছর বয়সে এসে বিশ্বকাপ জিতেছেন নেইমারের ক্লাব সতীর্থ আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। আর ২০২৬ সালে নেইমারে বয়সও হবে ৩৫। মেসিতেই অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন নেইমার। তিনি আরও বলেন, ‘মেসি সবসময়ই একজন অনুপ্রেরণা। সে সবসময় আমাকে সাহায্য করেছে এবং উৎসাহিত করেছে। তাকে ৩৫ বছর বয়সে জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবি।’ সূত্র: গোল ডটকম 

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন