বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রীর সঙ্গে ডেরেক শোলের সাক্ষাৎ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টা ও পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে, আজ সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ডেরেক শোলের সঙ্গে দেখা করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে। আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতেও। এছাড়া সামরিক চুক্তি ও মানবাধিকার নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান ডেরেক শোলে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

ইত্তেফাক/এসকে