মাহমুদা পদত্যাগপত্র জমা দিয়েছে এক সপ্তাহ হলো। এক মাস নোটিশ পিরিয়ড। এরপর থেকে তার আর কাজে মন নাই। অফিসে আসে আর যায়। অন্য আরেকটা কোম্পানিতে জয়েন করবে, এক মাস পর। তাই ভাবছে কিছুদিন রিল্যাক্স করে নিবে। অন্যদিকে তন্নীও পদত্যাগপত্র সাবমিট করেছে। কিন্তু অনেক বেশি ব্যস্ত। বর্তমান অফিস আর নতুন যে অফিসে জয়েন করবে তা নিয়ে কাজ করছে। আজকের এ লেখার উদ্দেশ্য হচ্ছে কর্মক্ষেত্র পরির্বতনের ট্রানজিট সময়টা আমরা কার্যকরভাবে কিভাবে কাজে লাগাতে পারি। আসলে তারুণ্যের সময়টা নিজেকে প্রস্তুত করার। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন মানবসম্পদ পেশাজীবী তানিয়া জাহিদ
বর্তমান কর্মক্ষেত্রে করণীয়
* কাজের তালিকা তৈরি করে কাজগুলো ফাইল করে ফেলুন। আপনার পজিশনে যে জয়েন করবে, তাকে বুঝিয়ে দিতে, সেখানে আপনার অন-প্রসেস জব থেকে যে কাজগুলো অসমাপ্ত আছে সব রাখুন।
* কোনো কলিগের সাথে কোনো কাজের সংযোগ থাকলে কাজগুলো সুন্দরমতো বুঝিয়ে দিন।
* কোনো পরিকল্পনা থাকলে তা টিম মেম্বার এবং বসকে কাজ ছাড়ার আগে বুঝিয়ে দিন। এতে আপনার প্রফেশনালিজম বাড়বে।
* আপনার কাজের Analysis করে সেটা আপনার বসকে ই-মেইলে পাঠিয়ে দিন।
নতুন কর্মক্ষেত্রের প্রস্তুতি
* সেই কোম্পানি বিষয়ে ভালো করে জেনে নিন। মিশন ভিশন কোম্পানির প্রোডাক্ট, কালচার, সর্বোপরি বিজনেস সম্পর্কে জানুন।
* আপনার ওপর যে কাজ বা দায়িত্ব অর্পণ করা হবে সেই কাজ নিয়ে প্ল্যান করুন। খুব ভালো হয় যদি কোনো প্রেজেন্টেশন আকারে আপনার কাজের প্ল্যান শেয়ার করতে পারেন ।
* নতুন যেখানে জয়েন করতে যাচ্ছেন সেখানে নতুন কোনো স্কিল প্রয়োজন হলে তা শিখে নিন।
এছাড়া ব্যক্তিগত কাজগুলো দ্রুতই সেরে নিন। কেননা নতুন চাকরিতে আপনাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে শুরুতে।