সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

নাটোর ও মৌলভীবাজার দুর্ঘটনায় সড়কে নিহত ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৬

নাটোর ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নাটোরের গুরুদাসপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জে বুধবার (১৫ ফেব্রুয়ারি) এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  

নিহতরা হলেন- নাটোরের গুরুদাসপুরের বেড়গঙ্গারামপুর গ্রামের আনছার আলীর ছেলে আপেল আহমেদ (২৪) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের বুধুরাম ভৌমিক (৪২)।

প্রতিনিধিদের পাঠানো তথ্যে-

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামের আনছার আলীর ছেলে আপেল আহমেদ তার দুই বন্ধু হাসান ও জিল্লুর রহমানকে নিয়ে মোটরসাইকেলে নাজিরপুর থেকে গুরুদাসপুর যাচ্ছিলেন। পথে বেড়গঙ্গারামপুর বটতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে আপেল আহমেদ নিহত হন। গুরুতর আহত অপর দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি জানান, উপজেলার কানিহাটি চা বাগানের রাস্তার মোড়ে প্রাইভেটকারটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অটোরিকশার আরোহীরা গুরুতর আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে বুধুরাম ভৌমিককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দুজন অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান।

ইত্তেফাক/এবি/আরএজে