মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মেলান্দহে গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪২

জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শেখ সাদী এলাকা থেকে গাঁজা জব্দ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)।  সম্পর্কে তারা চাচাতো ভাই।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন ধরে জিয়াউর রহমান মাদকের ব্যবসা করে আছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার শেখ সাদী এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পাঁচ কেজি গাঁজাসহ জিয়াউর রহমান ও গোলাম রাব্বানীকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।ইত্তেফাক/আরএজে

ইত্তেফাক/এবি/আরএজে