শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লেগুনা থেকে চাঁদাবাজি, হাতেনাতে আটক ৩

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৮

সাভারে মহাসড়কের চলাচলকারী লেগুনা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগে জাহাঙ্গীর সরকার, আবির খান ও রোহান নামে তিন চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র‌্যাব-৪।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজি করা ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় লেগুনা থেকে চাঁদা আদায়ের সময় তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৪ জানায়, দীর্ঘদিন ধরে সাভারের চারাবাগ টু বিরুলিয়া সড়কে চলাচলরত লেগুনা থেকে আক্রান এলাকায় গাড়ি থামিয়ে জাহাঙ্গীর সরকার, আবির খান ও রোহান নামের তিন যুবক মাসুদ নামের স্থানীয় এক সন্ত্রাসীর নামে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো। বিষয়টি সম্পর্কে ভুক্তভোগীরা র‌্যাব-৪কে জানালে র‌্যাব ঘটনাস্থল থেকে ৩ চাঁদাবাজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে উত্তোলন করা চাঁদাবাজির প্রায় ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে রাতেই আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চাঁদাবাজির মূল হোতা মাসুদকে আটকের চেষ্টা চলছে। 

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আটককৃতদের চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

 

 

ইত্তেফাক/পিও