সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শান্তির বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশে ভারতীয় তরুণী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৯

সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী ছাবিতা মাহাত।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাটে উদ্দেশ্যে রওনা দেন তিনি।

ছাবিতা মাহাত বলেন, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছি। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালাই। বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফরে এসেছি।

ইত্তেফাক/এআই