বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

জাতীয় বীমা দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৪

গত বুধবার  ১৫ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৪ দিন ফেব্রুয়ারি 'জাতীয় বীমা দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ -০২-২০২৩)  আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, কোয়ার্টার মাস্টার জেনারেল, সেনাসদর, বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান প্রেসিডেন্ট,আর্মি গলফ ক্লাব, জনাব নাসির উদ্দিন আহমেদ ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বীমা এসোসিয়েশন, ব্রিগেডিয়ার জেনারেল শাহ-নুর জিলানী চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, আর্মি গলফ ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, প্রধান নির্বাহী অফিসার এবং লেঃ কর্নেল মোঃ গোলাম মঞ্জুর সিদ্দিকী পরিচালক (স্পোর্টস এন্ড ফ্যাসিলিটিস) ও সদস্য সচিব, আর্মি গলফ ক্লাব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অ্যামেচার গলফারদের নিয়ে আয়োজিত পাঁচটি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো- সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভ্যাটারান। টুর্নামেন্টে ৭২২ জন গলফার অংশগ্রহণ করেছেন বলে আর্মি গলফ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়। এর মধ্যে বিদেশি খেলোয়াড়ও অংশগ্রহণ করেছেন। উক্ত টুর্নামেন্টে মিঃ ফারহান হোসেন ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও ভ্যাটারান উইনার: ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মান্নান মিয়া (অবঃ), সিনিয়র উইনার: ব্রিগেডিয়ার জেনারেল, আব্দুস সোবহান চৌধুরী (অবঃ), লেডি উইনার: মিসেস জারাঙ্গীস জাফরী, জুনিয়র উইনার: মাস্টার সাবরুন আজাদ পুরস্কার প্রাপ্ত হন।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন

 
unib