বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

তাইওয়ানে শিরোপা স্বপ্ন দেখছেন সিদ্দিকুর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৫

মাথার ওপরে তুলে ধরেছেন এশিয়ান ট্যুরের ট্রফি। এমন আনন্দঘন দৃশ্যের স্বপ্ন দেখাটা যেন ভুলেই গেছেন সিদ্দিকুর রহমান! শো কেসে মাত্র দুটি এশিয়ান ট্যুরের শিরোপা। কিন্তু সর্বশেষটি জিতেছিলেন সেই ২০১৩ সালে হিরো ইন্ডিয়ান ওপেনে। এরপর কেটে গেছে ১০টি বছর। অনেক বার শিরোপা হাত ছোঁয়া দূরত্ব থেকে পালিয়ে গেছে। কিন্তু আবারও এশিয়ান ট্যুরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন দেশসেরা গলফার সিদ্দিকুর।

তাইওয়ানে ৩০ নভেম্বর শুরু হয়েছে ৪ লাখ ইউএস ডলার প্রাইজমানির তাইওয়ান গ্লাসত তাইফং ওপেন। গতকাল দ্বিতীয় রাউন্ড শেষে থাইল্যান্ডের চাপচাই নিরাতের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আছেন সিদ্দিকুর। দুই রাউন্ড মিলিয়ে সিদ্দিকুর খেলেছেন পারের চেয়ে ১০ শট কম। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ৪ শট কম খেলেন সিদ্দিকুর।

এরপর গতকাল দ্বিতীয় রাউন্ডে আরো দুর্দান্ত খেলেন তিনি। এদিন দুটি বগি করলেও বার্ডি মেরেছেন ৮টি। সব মিলিয়েই এমন ফল। বাকি দুই রাউন্ড নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই কে জানে হয়তো পেয়ে যেতে পারেন নিজের তৃতীয় এশিয়ান ট্যুর ট্রফি।

গতকাল খেলা শেষে এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্কারে উচ্ছ্বসিত সিদ্দিকুর বলেন, ‘একটা দারুণ দিন পার করলাম। খুবই ভালো লাগছে আমার। আমি আসলে ভালোই খেলছি কিন্তু স্কোর ভালো হচ্ছিল না। আমি এখনো বিশ্বাস করি যে ভালো স্কোর করতে পারি। আর এটাই আমাকে ভালো খেলতে অনুপ্রেরণা জোগায়।’

৩৯ বছর বয়সি সিদ্দিকুর বর্তমানে এশিয়ান ট্যুরের অর্ডার অব মেরিটে ৮৯তম স্থানে আছেন। এমন পারফরম্যান্সের সুবাদে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে এবার বছর শেষে ৬৫তম স্থানে থাকতে চান সিদ্দিকুর।

ইত্তেফাক/এএম
 
unib