বঙ্গোপসাগরে কুপিয়ে ফেলে দেওয়া ৯ জেলেকে ঘটনার ২ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের উদ্ধারে কোস্টগার্ড, নৌ পুলিশ ও র্যাব পৃথকভাবে কাজ করছে । রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ দল। ভোলা দক্ষিণ জোন কোস্টগার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার পাথরঘাটা উপকূল থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে ‘এমভি ভাই ভাই’ নামে একটি মাছ ধরার ট্রলারে হামলা করে ৩০-৪০ জনের একদল সশস্ত্র ডাকাত। এ সময় ডাকাতরা ট্রলারের মাঝিসহ ৯ জেলেকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেয়। আরও ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় উপকূলীয় এলাকার জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
ফিরে আসা জেলেরা জানান, ডাকাতরা মহিষখালী ও কুতুবদিয়া এলাকার দিক থেকে আসে। ঘটনার সময় ডাকাতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিলো। ঘটনার পর র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাসান মাহমুদ ও জেলা পুলিশ সুপার আব্দুস সালাম আহত জেলেদের সঙ্গে কথা বলেছেন।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘটনা পর থেকেই মালিক সমিতি কাজ করে যাচ্ছে। শনিবার বিকালে ডাকাতির শিকার ট্রলার ও আহত ৯ জেলেকে সকিনার চর থেকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ ৯ জেলে উদ্ধারে তল্লাশি চলছে।
দক্ষিণ জোনের কোস্টগার্ড অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম হাসান মেহেদী জানান, পাথরঘাটা স্টেশন থেকে জেলা মালিক সমিতির দু’টি ট্রলার ও কোস্টগার্ডের একটি দ্রুতগামী যান, রাঙ্গাবালী ও চর মানিকা কোস্টগার্ড স্টেশন থেকে দু’টি ট্রলার ও আন্দারমানিক থেকে কোস্টগার্ডের উদ্ধার জাহাজ ‘তেঁতুলিয়া’ উদ্ধার কাজে অংশ নিয়েছে।
বরগুনা জেলা পুলিশ সুপার আব্দুস সালাম জানান, বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতির ঘটনায় নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।
র্যাব-৮ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন পর আবার বঙ্গোপসাগরে বিচ্ছিন্নভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ফিরে আসা জেলেদের দেওয়া তথ্যানুযায়ী নিখোঁজ জেলেদের উদ্ধারে বঙ্গোপসাগরে অভিযান চলছে। ডাকাতদের আটকে অভিযান চলছে। জেলেদের আতঙ্কিত না হয়ে নির্বিঘ্নে মাছ শিকারে যেতে বলা হয়েছে। এছাড়া ডাকাতির ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে র্যাবকে সেই তথ্য দিয়ে সহায়তা করতেও বলা হয়েছে।