সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পাহাড় কাটার অভিযোগে দু’জনের কারাদণ্ড 

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৮

চট্টগ্রামের মিরসরাইয়ের তালবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাহাড় কাটার অভিযোগে একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভিন্নস্থানে মদ্যপানরত অবস্থায় মোস্তফা (৫২) এবং আবুল কাশেম (৫৫) নামের দু’জনকে আটক করা হয়।
 
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
 
আটক মোস্তফা উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকার আমিনুল হকের ছেলে এবং আবুল কাশেম মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকার মৃত মনসুর আহাম্মদের ছেলে। এ সময় মোস্তফাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা এবং আবুল কাশেমকে ছয় মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পাহাড় কাটার অভিযান করতে গেলে ভিন্নস্থানে দু’জনকে মদ্যপান করতে দেখা যায়। এ সময় তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু'জন কে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, দু’জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ায় রোববার চট্টগ্রাম আদালতে পাঠানো হয়।

ইত্তেফাক/পিও