মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানে কিশোরীকে যা করলেন ৪৭ বছরের ব্যক্তি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৮

৪৭ বছর বয়সী এক ব্যক্তি ১৬ বছর বয়সী একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই ব্যক্তি মেয়েটিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এমন জঘন্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ত্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।   

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, একজন মধ্যবয়সী লোক একটি ব্যস্ত রাস্তায় একটি কিশোরী মেয়েকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মেয়েটির বয়স ১৬ বছর। আর অভিযুক্ত ব্যক্তির বয়স ৪৭ বছর। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রকাশ্য সড়কে মেয়েকে এভাবেই মারধর করেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের গুধিয়ারি এলাকায়।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) প্রশান্ত আগরওয়াল জানিয়েছেন, ৪৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি ইলিয়াস মনোজ। তিনি একটি দোকান চালান। কিশোরীটি ওই দোকানে কাজ করে। তাকে বিয়ের প্রস্তাব দেন মনোজ। প্রত্যাখ্যাত হয়ে তিনি এই নৃশংস কাজ করেন।

৪৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম ওমকার তিওয়ারি ইলিয়াস মনোজ।

প্রশান্ত আগরওয়াল আরও জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আহত তরুণী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

মেয়েটির মা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবং মেয়েটি তার চাকরি ছেড়ে দিতে চেয়েছিল। এ কারণে অভিযুক্তরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানান প্রশান্ত আগরওয়াল।

ইত্তেফাক/ডিএস