ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তবে আপনি বুঝতে পারবেন, আফ্রিকা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাই আফ্রিকাকে চীনের হাতে ছেড়ে দেওয়াটাই এখানে সবচেয়ে বড় ভুল।' তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, আফ্রিকায় শক্তিশালী উপস্থিতি গড়ে তোলা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ। ইইউ ঐক্য ন্যাটো ও আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাজানি বলেন, 'ইতালি ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে আছে।' এদিকে চীন হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রে ছোড়া চীনের বেলুন নিয়ে বিরোধ বাড়লে দেশটিকে সব পরিণতি ভোগ করতে হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রয়টার্স জানিয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই ঘটনার সুযোগ নিতে থাকলে বেইজিং ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। গত ৪ ফেব্রুয়ারি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় একটি চীনের গোয়েন্দা বেলুনকে ভূপাতিত করে।
ওয়াশিংটন সন্দেহ করেছিল, বেলুনটি বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনা পর্যবেক্ষণ করছিল। কিন্তু বেইজিং দাবি করেছে, বেলুনটি বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনাক্রমে এটি যুক্তরাষ্ট্রের সীমানায় চলে গেছে।