শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব, ইসরাইলে পার্লামেন্টের সামনে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১২

ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল সোমবার দেশটির পার্লামেন্টের সামনে সরকারের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্বের ষড়যন্ত্রের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে ১ লাখের বেশি মানুষ অংশ নেন। তবে নেতানিয়াহু এই বিক্ষোভ গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন। সরকার সুপ্রিম কোর্ট নিয়ে আইন পাশে এখনো অটল।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, বিক্ষোভ সত্ত্বেও তার কট্টর ডানপন্থি সরকার আইনটি পাশ করাতে অগ্রসর হচ্ছে। তবে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল সোমাবর পার্লামেন্টের সামনে বিক্ষোভেই ১ লাখের বেশি মানুষ অংশ নেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। অনেক স্থানে রাজনীতিবিদদের ঘর থেকে বের হতে দেননি বিক্ষোভকারীরা। নিজ দল লিকুদ পার্টির সংসদীয় বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেছেন, বিক্ষোভের নেতৃত্বদানকারীরা দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন এবং রাস্তায় রক্তপাত চাইছেন। তিনি বলেন, ‘জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে। এসব প্রতিনিধিদের পার্লামেন্টে সঠিক দায়িত্ব পালন করার অধিকার রয়েছে। এটাই গণতন্ত্র। কিন্তু সেই কাজে বাধা দেওয়া হচ্ছে।’ নতুন আইন পাশ হলে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা রাজনীতিকদের হাতে আসবে এবং শীর্ষ আদালত কোনো আইন পরিবর্তন করতে পারবে না। —দ্য গার্ডিয়ান

ইত্তেফাক/ইআ