রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০

কুয়াশার ঘনত্বের কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ও চাঁদপুর হরিণাঘাটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফেরি চলাচনের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। 

দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আবার ফেরি চলাচল শুরু হয়।

ইত্তেফাক/আরএজে