সুন্দরবন থেকে দুটি আগ্নেয়াস্ত্র, অস্ত্র ও লাঠি জব্দ করা হয়েছে। এ সময় চার দস্যু আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২১ ফেবুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদী থেকে তাদেরকে আটক করে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশ।
মোংলা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে মোংলা থানা পুলিশ ও বাগেরহাট ডিবি পুলিশের যৌথদল অভিযান চালিয়ে সুন্দরবনের ভেতরের শ্যালা নদী থেকে চার দস্যুকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ধারালো অস্ত্র ও লাঠিসোঠাসহ নানা সরঞ্জামাদি জব্দ করেছেন অভিযানকারীরা।
ওসি জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপারের মিডিয়া সেল দপ্তরে জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানাবেন।