শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ওরল্যান্ডোয় গুলিতে নিহত সাংবাদিক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৮

ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে একটি অনুষ্ঠানের শুটিং করছিলেন সাংবাদিক ও তার টিম। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালেও তারা শুটিং করেছিলেন। শুটিং চলাকালীনই সেখানে বন্দুকধারী হামলা চালায়। গুলিবিদ্ধ হন সাংবাদিক ও তার ক্যামেরাম্যান।

সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, একজনের মৃত্যু হয়েছে। অন্য ব্যক্তি এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার অবস্থাও গুরুতর। অরেঞ্জ কাউন্টিতেই এক নারী ও তার নয় বছরের শিশুকে লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। 

 ফ্লোরিডার অরেঞ্জ কাউন্টিতে একটি অনুষ্ঠানের শুটিং করছিলেন সাংবাদিক ও তার টিম।

একই বন্দুকধারী ওই কাজ চালিয়েছে বলে এলাকার শেরিফ জন মিনা জানিয়েছেন। ওই নারীর বাড়িতে ঢুকে গুলি চালানো হয়। ঘটনায় নয় বছরের শিশুটির মৃত্যু হয়েছে। নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সাংবাদিকদের গুলি করার আগেই এই ঘটনা ঘটিয়েছে বন্দুকধারী।

এখানেই শেষ নয়, এর আগে ২০ বছরের এক নারীকেও গুলি করে হত্যা করা হয়েছে। মনে করা হচ্ছে, সেই ঘটনার সঙ্গেও ওই একই বন্দুকধারী জড়িত। পুলিশ জানিয়েছে, আক্রমণকারীর বয়স ১৯ বছর। কেন সে একের পর এক ব্যক্তিকে গুলি করল, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। 

তবে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানানো হয়েছে। ওই বন্দুকধারীর বিষয়ে কোনো তথ্যই এখনো দেয়নি পুলিশ।

ইত্তেফাক/ডিএস