জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সকল অন্যায়-অত্যাচার প্রতিরোধ করা হবে।
তিনি বলেন, কালো টাকা নিয়ে যারা রাজনীতি করতে চান মনে রাখতে হবে তাদের দুর্নীতি ফাইল তৈরি আছে। টাকা দিয়ে সেই ফাইল চাপা দিতে যারা চেষ্টা করেন তার খবরও সরকারের কাছে আছে। রাষ্ট্রযন্ত্র সম্পর্কে অনেকেরই ধারণা নেই। সময়মত এই যন্ত্র নিজে নিজে বেজে উঠে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের চরখালী বিসমিল্লাহ চত্ত্বরে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কে কোথা দিয়া টাকা কীভাবে অর্জন করেন তা যদি রাষ্ট্র না জানতো তাহলে সে রাষ্ট্র ব্যর্থ হয়ে যায়। যে জাতি লড়াই করে বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে তাদেরকে রক্ত চক্ষু দেখিয়ে লাভ হবে না।
তিনি বলেন, এ সমস্ত ব্যক্তিরা রং বদলিয়ে রাতারাতি কোন কোন ক্ষেত্রে অর্থ বিনিময় সরকারি দলের সহায়তা নিয়েছে তারাও রেহাই পাবে না। তা সময়ের ব্যাপার মাত্র। দেশের মানুষকে শোষণ করে যারা অর্থ ভান্ডার সৃষ্টি করেছে দেশবাসী তাদের চেনে। অতএব সময় থাকতে নিজেদেরকে শুধরিয়ে নেন। মনে রাখতে হবে কোন সরকারই শেষ নয়।
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান বলেন, আমরা দীর্ঘকাল ধরে বলে আসছি উন্নয়ন করতে হলে ঐক্যের দরকার। এলাকায় আমরা ঐক্যবদ্ধ আছি বলেই কাঙ্খিত উন্নয়নের স্বাদ আমরা পাচ্ছি। কোন কোন মহল মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সচেতনতার সঙ্গে ঐক্যবিরোধী যেকোন অপপ্রয়াস প্রতিহত করবো। যেকোন বিভাজনের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এলাকায় স্বাধীনতা বিরোধী রাজাকারদের উত্তরসুরিরা বিশেষ দলের নাম ভাঙ্গিয়ে লুটপাটে লিপ্ত হয়েছে। তারা নির্মাণ কাজ করার নামে উন্নয়ন বিরোধী নানা কৌশল করে সরকারি অর্থ হাতিয়ে নিচ্ছে। এ চক্র নির্মাণ কাজের ওয়ার্কঅডার নিয়ে তা বেঁচে দেয় কর্তৃপক্ষের যোগসাজসে। অনভিজ্ঞ-অযোগ্য-অর্বাচিন ঠিকাদার নামধারীদের মাধ্যমে নির্মাণ কাজগুলো সম্পন্ন না করে ফেলে রেখেছে। তারা কাজ সম্পন্ন না করে বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নিচ্ছে। এর দ্বারা একদিকে যেমন জনগণ ও দেশের অর্থ বিনষ্ট হচ্ছে, তেমনি কাজের ক্ষতি হচ্ছে। এই উন্নয়ন বিনষ্টকারীদের বিরুদ্ধে নাগরিক হিসেবে মামলা করা হবে।
আনোয়ার হোসেন বলেন, পৃথিবীতে আজ যুদ্ধ ছড়িয়ে পড়েছে তার প্রভাবে আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর জন্য সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাচ্ছে। ধৈর্য্যরে সঙ্গে এই বৈরী পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের এলাকার মানুষ স্বভাবতই ধৈর্য্যশীল। বিগত ৩৮ বছর ধরে এলাকাবাসী তাদের ভাগ্য উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ থেকেছে। ঐক্যের কোনো বিকল্প নাই। যেকোন পরিস্থিতিতে আমাদের ঐক্য অক্ষুন্ন রাখবো।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি বিকালে ভান্ডারিয়া বিশ্বরোড থেকে মুচিরখাল পর্যন্ত একটি খাল খনন কাজের উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাত করেন। পরে রাতে তিনি গৌরীপুর হাইস্কুল মাঠে তেওয়ারীপুর নাইট সর্টপিচ ক্রিকেট টুনার্মেন্টের ফাইন খেলার পুরস্কার বিতরণ করেন। এখানে তিনি সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।