শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বইমেলায় আমিনুর রহমান সুলতানের ‘লোকায়ত বঙ্গবন্ধু’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গবেষক আমিনুর রহমান সুলতানের নতুন বই ‘লোকায়ত বঙ্গবন্ধু’। বইটি প্রকাশ করেছে নবান্ন প্রকাশনী। বইটি পাওয়া যাবে নবান্নের ৪৫৫-৪৫৬ নম্বর স্টলে। 

বইটি পাওয়া যাবে নবান্ন প্রকাশনীর ৪৫৫-৪৫৬ নম্বর স্টলে

বইটি সম্পর্কে কবি আমিনুর রহমান সুলতান বলেন, ‘লোকায়ত বঙ্গবন্ধু’ গ্রন্থটি আমি মনে করি বঙ্গবন্ধুকে নিয়ে নতুন আবিষ্কার। বঙ্গবন্ধুর লেখা ‌‌‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, এবং ‘আমার দেখা নয়াচীন’ তিনটি গ্রন্থ তিনটিতে তিনি নানান সময়ে নানান ঘটনায় লোকসংস্কৃতির অসংখ্য উপাদান ব্যবহার করেছেন। লোকায়ত সংস্কৃতির একজন গবেষক হিসেবে আমি দেখেছি এবং ওই দেখার মধ্য দিয়েই লোকায়ত বঙ্গবন্ধু গ্রন্থটির বিষয়বস্তু রচনা করেছি।

তিনি আরও বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যিক বিষয়ের সঙ্গে বঙ্গবন্ধুর নিবিড় সম্পৃক্ততা আমার খুঁজে পায়। জাতির পিতার রক্তের সঙ্গে মিশে আছে আমাদের গ্রাম-বাংলার লোকায়ত সংস্কৃতি। এই যে মিশে থাকা তারই একটি আকড় গ্রন্থ হিসেবে আমি লোকায়ত বঙ্গবন্ধু গ্রন্থটি ধারণ করেছি। তবে বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরণের গ্রন্থ বেরিয়েছে, এই ধরনের গ্রন্থ এটিই প্রথম।

কবি ও গবেষক আমিনুর রহমান সুলতান

আমিনুর রহমান সুলতান কবি, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক এবং ফোকলোরবিদ। বিগত শতাব্দীর আশির দশকের মাঝামাঝি থেকে কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্যজগতে প্রবেশ। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ, ফোকলোরচর্চায় মনোনিবেশ। ফোকলোরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) স্নাতকোত্তর, পরবর্তীতে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ও বাংলা একাডেমি ফোকলোর পত্রিকার নির্বাহী সম্পাদক।

 

ইত্তেফাক/পিও