শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বইমেলায় মামুন খানের কবিতার বই ‘বরুণতলার বাওয়ানি’

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৮

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মামুন খানের নতুন কবিতার বই ‘বরুণতলার বাওয়ানি’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা চৈতন্য। বইটি পাওয়া যাবে মেলার ৪৭-৪৮ নম্বর স্টলে। মূল্য রাখা হয়েছে মাত্র ২০০ টাকা। 

বইটি সম্পর্কে কবি বলেন, এই বইয়ের কবিতাগুলোতে শৈশব তথা জীবনের স্বাদ, গন্ধ ও দর্শনের সমাহারকে একত্রিত করেছি। মানবজীবনের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতি পাঠককে স্পর্শ করবে বলে আশা করি।

এছাড়া ‘বরুণতলার বাওয়ানি’ আমার চতুর্থ কবিতার বই। এই বইটিতে অনেকেই জানতে চাই আপনি কি লিখেছেন? আমি বলব, কি লিখেছি সেটা তো পাঠক তার মতো করে প্রবেশ করবে। বলবে এর মধ্যে কি আছে? আমি যদি বলতে চাই, সেটার মধ্যে আমি আছি। আমার চারপাশ আছে। আমি যে অঞ্চল থেকে উঠে এসেছি। সেই অঞ্চলের জল-জমিন, জীবন কৃষ্টি-বোধ-সংস্কৃতি এ সবই আমার কবিতা। বিশেষ করে আমি যে প্রকৃতির মধ্যে বেড়ে উঠেছি। আমার যে । ভুবন, ভুবনের যে অনুসঙ্গগুলোর মিশ্রণে আমি আজকের একজন মানুষ। সেই জিনিসগুলোই আমার কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি।

ইত্তেফাক/পিও