মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

বইমেলায় দীপংকর দীপকের নতুন গল্পগ্রন্থ ‘দুর্ভিক্ষের শহরে’ 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০

এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ প্রজন্মের সাহিত্যিক-সাংবাদিক দীপংকর দীপকের নতুন গল্পগ্রন্থ ‘দুর্ভিক্ষের শহরে’। করোনা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পৃথিবীর চালচিত্র এতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে শহরের ভাসমান ও নিম্নবিত্ত মানুষের আহাজারি-আর্তনাদ ছোট ছোট গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে। একইসঙ্গে উঠে এসেছে সমসাময়িক বিষয়বস্তুও। 

‘দুর্ভিক্ষের শহরে’ বইয়ে রয়েছে অর্ধশত অণুগল্প। এর আগে পাঁচটি ছোটগল্পের বই লিখলেও এবরই প্রথম অণুগল্প লিখলেন দীপংকর দীপক। বইয়ের উল্লেখযোগ্য কয়েকটি গল্পের শিরোনাম হচ্ছে—‘কবি ও এমপি’, ‘স্বপ্নের পুলিশ’, ‘বনলতার খোঁজ’, ‘এ যুগের নিউটন’, ‘নাম বিড়ম্বনা’ প্রভৃতি। 

‘দুর্ভিক্ষের শহরে’ বইয়ের ভূমিকা লিখেছেন কবি-সাংবাদিক দীপংকর গৌতম। প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ। চিত্রাঙ্কন করেছেন সাগর খান। প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। 

নতুন বই নিয়ে লেখক দীপংকর দীপক বলেন, ‘এ বইয়ে করোনা ও যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর নিষ্ঠুর শহুরে চিত্র আঁকার চেষ্টা করেছি। অণুগল্পের কাঠামোবিন্যাসে নতুনত্ব, ভাষা ও শব্দ ব্যবহারে অভিনবত্ব এবং বিষয়বস্তুতে জীবন বাস্তবতাকে প্রাধান্য দিয়েছি। আশা করি, গল্পগুলো পড়ে পাঠকরা নিরাশ হবেন না। বইটি পাঠকহৃদয়কে কিছুটা হলেও আন্দোলিত করতে পারলে আমার পরিশ্রম স্বার্থক হবে।’ 

ইতোমধ্যেই দীপংকর দীপকের ডজনখানেক বই প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যের রয়েছে—‘নিষিদ্ধ যৌবন’ (দুই খণ্ড), ‘বুনো কন্যা’, ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’, ‘প্রহেলিকা’, ‘ছায়ামানব’, ‘কালচক্র’, ‘হে বঙ্গ’, ‘রক্তফুল’ প্রভৃতি। এছাড়া প্রকাশের অপেক্ষায় রয়েছে সম্পাদনা গ্রন্থ ‘বিশ্বশ্রেষ্ঠ ১০০ কবির ১০০ কবিতা’।  

সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে দীপংকর দীপক ‘বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা’, ‘বিশ্বভরা প্রাণ সম্মাননা’, ‘কান্দি ইউনিয়ন যুবসংঘ সম্মাননা’, ডিএসইসি লেখক সম্মাননাসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।

 

ইত্তেফাক/এএইচপি