সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন: আসামি আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মন্দাকিনী এলাকায় বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনকে গাছে বেঁধে নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি সাইফুদ্দিন প্রকাশ বিএম সাইফুলকে (২৫) আটক করেছে পুলিশ। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে ফরহাদাবাদ রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে হাটহাজারী মডেল থানায় একটি মামলা হয়েছে। আটক সাইফুদ্দিন প্রকাশ বিএম সাইফুল ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের শামসুল আলম প্রকাশ দলা শামসুর ছেলে।  

মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম বলেন, একজন মুক্তিযোদ্ধাকে এমন নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। তাছাড়া এদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা মহল  তৎপর হয়ে পড়েছে। এই তদবিরকারীদেরকেও আইনের আওতায় আনা দরকার বলে মনে করি। তাছাড়া এটা অনেক দিনের পুরানো ব্যাপার স্থানীয়ভাবে মীমাংসা হলে এতদূর গড়াতে পারতো না বলে আমার বিশ্বাস। 

হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, এসআই ইমাম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইফুদ্দিন প্রকাশ বিএম সাইফুলকে আটক করা হয়। ২৬ ফেব্রুয়ারি তাকে আদালতে সোর্পদ করা হয়। আদালত জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে জেলহাজতে পাঠিয়েছে।

ইত্তেফাক/এবি/পিও