শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না হংকংয়ে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪

হংকংয়ে বুধবার থেকে মাস্ক পরার বাধ্যবাধকতা আর থাকছে না। মাস্ক পরার প্রায় এক হাজার দিনের এ বাধ্যবাধকতা বাতিল হচ্ছে।হংকংয়ের প্রধান নির্বাহী জন লি এ ঘোষণা দেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এএফপি’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। 

বিশ্বের সর্বশেষ শহরের একটি হংকং যেখানে দুই বছরের বেশি বয়সী সকলের জন্যে প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। না পরলে তাকে এক হাজার ২৭৫ মার্কিন ডলার জরিমানা দিতে হতো।

লি মঙ্গলবার এক সংক্ষিপ্ত প্রেস কনফারেন্সে বলেছেন, আমি ঘোষণা করছি ইনডোর, আউটডোরসহ গণপরিবহনেও মাস্ক পরার বাধ্যবাধকতা আগামীকাল ১ মার্চ থেকে সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে। 

তিনি আরো বলেছেন, হাসপাতাল ও বৃদ্ধাশ্রমগুলো তাদের নিজস্ব নিষেধাজ্ঞা জারি করতে পারে।

হংকংয়ে তিন বছর আগে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। প্রায় এক হাজার দিন এ নিয়ম কার্যকর ছিল।

ইত্তেফাক/এএইচপি