সুনামগঞ্জের ছাতকর হাওরে ধীর গতিতে চলছে হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বাঁধ নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও এখনো বাঁধ নির্মাণ কাজের অর্ধেক শেষ হয়নি। এতে করে কৃষকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এদিকে, অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) দাবি, আর্থিক সংকটের কারণে কাজের বিলম্বিত হচ্ছে। সরকারি বরাদ্দের টাকা না পেয়ে ধারদেনা করে বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে, কৃষকরা দ্রুত বাঁধ নির্মাণ কাজ শেষ করার দাবি তুললেও পিআইসিগুলোর কাজ ধীর গতিতে চলছে। এখন পর্যন্ত বাঁধের কাজ দৃশ্যমান হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাবিটা নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ করার কথা। কিন্তু এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি বছর উপজেলায় বিভিন্ন হাওরের ফসল রক্ষায় ৩৭টি প্রকল্প (পিআইসি) কাজ করছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে জাউয়াবাজার নোয়ারাই, চরমহল্লা, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ ও সিংচাপইড় ইউনিয়নের ৩৭ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাত কোটি টাকা। পানি সম্পদ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতির অনুকূলে ২৫ শতাংশ টাকা অগ্রিম দেওয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু উপজেলার হাওর রক্ষায় ৩৭ প্রকল্পের মধ্যে কোনো প্রকল্পেই অগ্রিম টাকা দেওয়া হয়নি। কাজ শুরুর পর ২৩ প্রকল্পের প্রথম কিস্তির টাকা পরিশোধ করা হলেও ১৪ প্রকল্পের প্রথম কিস্তির টাকাই পরিশোধ করা হয়নি।
৫ নম্বর প্রকল্পের (পিআইসি) সভাপতি আব্দুল হক বলেন, প্রকল্পের কার্যাদেশ পেতে দেরি হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এ প্রকল্পে মাটি ভরাট কাজ শেষ, এখন ড্রেসিংয়ের কাজ চলছে। এক সপ্তাহের মধ্যে বাঁধে ঘাস লাগানোর কাজ শেষ হবে।
২৪ নম্বর প্রকল্পের (পিআইসি) সভাপতি আব্দুর নুর বলেন, প্রকল্পের প্রায় ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। মাটি অনেক দূর থেকে সংগ্রহ করতে হচ্ছে।
১২ নম্বর প্রকল্পের (পিআইসি) সভাপতি এখলাছুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করেছি। এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।
৭ নম্বর প্রকল্পের (পিআইসি) সভাপতি মমশর আলী বলেন, বাঁধ মেরামতের প্রায় ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের মাটি ভরাট কাজ শেষে ড্রেসিংয়ের কাজ চলমান। এ পর্যন্ত ১ম কিস্তির টাকা পেয়েছেন তিনি।
উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন বলেন, পিআইসি কমিটি কাজ শুরু করতে বিলম্ব করায় ও ফান্ড স্বল্পতায় বিল পরিশোধে দেরি হচ্ছে। শিগগিরই টাকা পরিশোধ করা হবে।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প কমিটির সভাপতি নুরের জামান চৌধুরী বলেন, শুরুতে পিআইসি গঠনে কিছুটা দেরি হয়েছে। প্রকল্পের কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজ শেষ করা হবে।