সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে 

আপডেট : ০১ মার্চ ২০২৩, ২২:০৯

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুদ্ধে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১ মার্চ) দুপুরে ফকিরহাটের বিশ্বরোডের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমানের ভাই মোল্লাহাট উপজেলার গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রিজাউল করিম জানায়, বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দুই বারের নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বাসা থেকে বের হয়ে তার গরুর ফার্মে যাচ্ছিলেন। এ সময় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনের গাড়ি ওই স্থানে এসে থামে। মিজানুর রহমানের মোটরসাইকেলে থাকা একটি ব্রাসে (গোয়াল পরিস্কার করা) সামান্য ঘষা লাগলে উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার এসে তাকে বলেন স্যার ডাকছে। এ সময় ইউএনও তাকে গাড়িতে উঠতে বলেন। মিজানুর রহমান নিজের পরিচয় দিয়ে বলেন গাড়ির কোনো ক্ষতি হলে তিনি ঠিক করে দেবেন। তিনি গাড়িতে উঠতে না চাইলে ইউএনও নেমে সজোরে তাকে থাপ্পড় দেন। চড়-থাপ্পড় দেওয়ার কারণ জানতে চাইলে তিনি আবারও থাপ্পড় দিয়ে গাড়িতে উঠিলে নিয়ে দেড় ঘন্টা আটকে রাখেন। এছাড়া তার মোবাইল ফোনটিও নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আচারণের তিনি বিচার দাবি করেন।

হাসপাতালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। ছবি: ইত্তেফাক

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান আরিফ জানান, ফকিরহাট কাজী আজহার কলেজের সাবেক ভিপি ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান একজন ভালো মানুষ। বিগত দুই টার্ম তিনি ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে এমন আচারণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে সচেতন মহলে সমালোচনা ঝড় উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফকিরহাটের এক জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা যদি বয়স্ক অসুস্থ একজন মানুষের সঙ্গে এমন আচারণ করে তাহলে আর বলার কিছু থাকে না।

অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন। ছবি: ইত্তেফাক

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, তার গায়ে হাত তোলা হয়নি। আমি নেমে তাকে গাড়িতে উঠতে অনুরোধ করেছিলাম।
  
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ভুক্তভোগী অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/পিও