শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘চাঁদাবাজি’ করছে ঢাবি প্রক্টরিয়াল টিম! অভিযোগে তদন্ত কমিটি

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অবৈধ ৩ শতাধিক ভাসমান দোকান থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে। তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিমধ্যে ক্যাম্পাসের সব অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব দোকান নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরও ক্ষোভ ছিল। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাবি।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই কমিটি গঠন করেন। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সাবেক সহকারী প্রক্টর মো. মাকসুদুর রহমানকে। সদস্যসচিব সহকারী প্রক্টর লিটন কুমার সাহা। এছাড়া তদন্ত কমিটির অপর সদস্য হলেন রোকেয়া হলের আবাসিক শিক্ষক দিলারা জাহিদ।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযোগ যাচাই-বাছাই করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রক্টরিয়াল টিমের বিরুদ্ধে যেকোনো সুনির্দিষ্ট অভিযোগ কমিটির কাছে পেশ করতে আহ্বান জানানো হয়েছে।

ইত্তেফাক/পিও