শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ২০

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭:১৫

সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ নিহত  এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার সুরমা ব্রিজের গোলচত্তর এলাকায় বুধবার (১ মার্চ) রাতে এ সংঘর্ষের ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাইফুল ইসলাম মুক্তিরগাঁও গ্রামের চমক আলীর ছেলে।

ছাতক সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, গোলচত্তর এলাকায় তরুণ-তরুণীরা টিকটক ভিডিও করার সময় তাদের বাঁধা দেয় ভাসখালা গ্রামের আহাদ মিয়ার ছেলে রাজ্জাক, আহমদ আলীর ছেলে মান্নাসহ তাদের সহযোগীরা। এ সময় মুক্তিরগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে মামুনের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে  প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন।  পরে এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক লোক আহত হন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, কয়েক রাউন্ড ফাঁকাগুলি ও কাঁদানে গ্যাস ব্যবহারের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে