বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভারতে অ্যাডিনোভাইরাস আতঙ্ক, শ্বাসযন্ত্রের সংক্রমণে ২৪ ঘণ্টায় মৃত ৭

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৭:৫৪

পশ্চিমবঙ্গে শ্বাসযন্ত্রের সংক্রমণে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও জানান, ‘গত ২৪ ঘণ্টায় কলকাতার রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলোতে পাঁচ শিশু এবং বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই শিশু মারা গেছে।

সরকার, একটি বিবৃতিতে বলেছে যে রাজ্যে এখনও পর্যন্ত অ্যাডেনোভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে আটজনের কমরবিডিটি ছিল বলে জানা যায়।

প্রথমে সরকার অবশ্য গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যুকে অ্যাডেনোভাইরাস থেকে মৃত্যু বলে অভিহিত করেনি। পরিবর্তে সরকার বলেছিল যে, চলতি মৌসুমে শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের (এআরআই) কারণে তাদের মৃত্যু হয়েছে। 

আবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ‘বর্তমানে ভাইরাল মহামারির কোনো প্রমাণ আমাদের কাছে নেই।’

দেশটির প্রশাসন বলেছে, পরিস্থিতি মোকাবেলার জন্য ৬০০ শিশুরোগ বিশেষজ্ঞসহ ১২১ টি হাসপাতালে ৫ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি