সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

গ্রিসে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৫৭ 

আপডেট : ০২ মার্চ ২০২৩, ২৩:১৫

গ্রিসের উত্তরে গত মঙ্গলবারের দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। দেশটির এক কর্মকর্তা আজ বৃহস্পতিবার বিবিসিকে এই তথ্য জানিয়েছে। 

এই দুর্ঘটনার তদন্তে নিয়োজিত ১০ জনের একজন ইলেনি জাগেলিদৌ বলেন, ৫৭টি অক্ষত দেহ থেকে ডিএনএ নেওয়া হয়েছে। এদিকে দেশটিতে ইতিহাসের ভয়াবহতম ট্রেন দুর্ঘটনায় রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ জনতা। এথেন্স, থেসালোনিকি এবং লারিসা শহরে বিক্ষোভ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

বিবিসি বলছে, উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে। এই দুর্ঘটনায় এরইমধ্যে স্থানীয় স্টেশনমাস্টারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে দেশটির পরিবহন মন্ত্রী পদত্যাগ করেছেন।


 এই ট্রেন দুর্ঘটনার জন্য মানুষের ভুলই দায়ী বলেছেন প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। গত মঙ্গলবার মধ্যরাতে ৩৫০ যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের এই সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী ট্রেনটির প্রথম দুটি বগিতে আগুন ধরে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।

ইত্তেফাক/এমএএম