রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১
The Daily Ittefaq

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১১:৪৩

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক তামিম ইকবাল। 

ইংল্যান্ডের কাছে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে হারে বাংলাদেশ। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ জিতে যাওয়ায় সফরকারী ইংল্যান্ডের নজর থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, মঈন আলী, উইল জ্যাকস,  স্যাম কুরান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
  

ইত্তেফাক/জেডএইচ