বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৫:৪৬

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রিড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ মার্চ) দিনব্যাপী ইনস্টিটিউট প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ।

ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারিগরি) মো. মহসিন বলেন, কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষতা অর্জন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কারিগরি শিক্ষার অগ্রগতি এ ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। একে আরও বেগবান করার জন্য সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ ও স্কুল প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, চিফ ইন্সট্রাক্টর আরএসি মুজিব আলম মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, অফিসার ইনচার্জ মনির হোসেন, পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সদ্দার, নুরুল আমিন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

ইত্তেফাক/এসকে