শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

কবি শরাফত হোসেনকে অতিথি করে ম্যাজিক লণ্ঠনের আড্ডা

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৮:০০

রাজধানীর কাটাবনে শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা ৮১৮তম পর্ব। এ পর্বের আড্ডার কবি হিসেবে উপস্থিত ছিলেন কবি শরাফত হোসেন। ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ ও শাহিদা ফেন্সীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি জামিল জাহাঙ্গীর।

কবি শরাফত হোসেন তার একগুচ্ছ কবিতা পাঠ করে সবাইকে শোনান। তার কবিতার ওপর আলোচনা করেন কবি ড. শেখ বাতেন, অধ্যাপক ফেরদৌস হোসেন, বিলু কবীর, হাফিজ উদ্দীন আহমদ, হরষিত বালা, ফরিদুজ্জামান, লিন্ডা আমিন, মোহাম্মদ নূরুল হক, ফরিদ ভূঁইয়া, নুরুন্নাহার ডলি, শেখ আবদুল হক চাষী, জসীম মাহমুদ, রমজান মাহমুদ প্রমুখ।

আলোচনায় বক্তরা বলেন, শরাফতের কবিতার ভাষা ও বিষয় শক্তিশালী। এই কবি বাংলা সাহিত্যে নিজের জায়গা করে নিবেন এটা তার কবিতার শক্তির কারণে। তবে কিছু বিষয়ে শরাফতকে আরও মনোযোগী এবং সতর্ক হতে হবে। 

বক্তরা আরও বলেন, কবিতার ইতিহাসে ম্যাজিক লণ্ঠন দায়িত্বশীল ভূমিকা পালন করছে। ম্যাজিক লণ্ঠনের লিখিত তথ্য সংগ্রহগুলোর ব্যাপক গবেষণা করা দরকার। কবিতা লিখতে গেলে সম্পাদনা করার ওপর অনেকে জোর দিতে হবে। লিখতে হলে লেখার কলাকৌশল আয়ত্ত করা খুব জরুরি বলে মন্তব্য করেন বক্তারা।

নিজের অনুভূতি প্রকাশ করে শরাফত হোসেন বলেন, আপনাদের মূল্যায়ন আমাকে ঋদ্ধ করেছে। এধরণের আয়োজন একজন লেখকের জন্য খুব দরকারি। লেখা নিয়ে আলোচনা সমালোচনা লেখককে পরিণত হতে সহায়তা করে।

ম্যাজিক লণ্ঠন আড্ডার ৮১৮তম পর্বে কবিতা পাঠে অংশ নেন কবি ড. শেখ বাতেন, অধ্যাপক ফেরদৌস হোসেন, বিলু কবীর, হাফিজ উদ্দীন আহমদ, হরষিত বালা, ফরিদুজ্জামান, লিন্ডা আমিন, ইউসুফ রেজা, মোহাম্মদ নূরুল হক, ফরিদ ভূঁইয়া, তারিক শিপন, বিজ্ঞানী অসিত, নুরুন্নাহার ডলি, শেখ আবদুল হক চাষী, জসীম মাহমুদ, রমজান মাহমুদ, গোবিন্দ লাল সরকার, চঞ্চল আক্তার, শায়েখ শোয়েব, শরাফত হোসেন, জামিল জাহাঙ্গীর, মনিরুজ্জামান পলাশ, সাইফুল ইসলাম জুয়েল, সঞ্চয় কবির, শোভা চৌধুরী, মাহবুব সেতু, মোহাম্মদ আজিজুর রহমান, এজাজ সানোয়ার, শিখা মিতা, সায়েম বুখারী, মিয়া বাবরুল পথকবিসহ আরও অনেকে।

ইত্তেফাক/পিও