সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘সাকিব...এই সাকিব...’ ডাকলেন তামিম

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১০:৪৩

সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড দল। ইতিমধ্যে প্রথম দুই ওয়ানডে ম্যাচ হেরে ৬ বছর পর সিরিজ হারের স্বাদ নিয়েছে টাইগাররা। তবে এ সিরিজ মাঠে গড়ানোর আগেই যেন ক্রিকেটপাড়া উত্তপ্ত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। একেক সময় একেক মন্তব্য করে যেন মাঠের খেলার থেকে মাঠের বাইরের আলোচনাই সবার মধ্যে চর্চা হচ্ছিল। সব থেকে আলোচিত ছিল দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সম্পর্কে দ্বন্দ্ব এবং দলের মধ্যে গ্রুপিং।

তবে বোর্ড সভাপতির কথা যেন একেবারেই মিলছে না মাঠের সঙ্গে। বোর্ড সভাপতি বলেছিল সাকিব-তামিম নাকি কথাই বলে না একে অপরের সঙ্গে। কিন্তু ইংল্যান্ড সফরে তা দেখা যায়নি। প্রথম ম্যাচে সাকিবের বলে ক্যাচ ধরে তামিম করেন এক সঙ্গে উদযাপন। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের পাহাড় সমান রান তাড়া করতে এ দুই অভিজ্ঞ ব্যাটার এক সঙ্গে জুটি বেধে প্রতিরোধও করার চেষ্টা করেন। উইকেটে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

তবে এবার সেগুলোকেও ছাড়িয়ে গেলেন। তামিম মাঠে জোরে চিৎকার দিয়ে ডাকলেন সাকিবকে। মূলত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে দুই দল পাড়ি জমিয়েছে চট্টগ্রামে। সেখানে গতকাল অনুশীলন করতে নেমেছিল বাংলাদেশ দল। সেখানে কোচ চন্ডিকা হাথুরুসিংহে, সাগরিকা স্টেডিয়ামের কিউরেটর প্রভিন হিঙ্গানিকার ও জাহিদ রেজার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এ সময় আগামী ম্যাচের উইকেট নিয়ে কথা বলছিলেন তারা। তার মধ্যেই হঠাৎ চিৎকার দিয়ে সাকিবকে ডাকতে শুরু করলেন, ‘‘সাকিব! এই সাকিব!’ তবে সাকিব তা শুনতে পারেননি।

কারণ তামিম যখন ডাকছিলেন তখন মাঠের এক পাশে সাকিব ব্যস্ত ফুটবল নিয়ে। তাই সাকিবের কান অবদি ডাকটি গিয়ে পৌঁছায়নি। তামিমও সেটি বুঝতে পেরেছিলেন। তাই আরো একবার চেঁচিয়ে উঠলেন, ‘এই সাকিব!’ বলে। আসলে পিচ নিয়ে আলোচনায় সাকিবের মত নেওয়াটা জরুরি ছিল ওয়ানডে অধিনায়কের। সে জন্যই দূর থেকে চেঁচিয়ে অভিজ্ঞ অলরাউন্ডারকে ডাকছিলেন। সে সময় মাঠে উপস্থিত থাকা অন্যরা তামিমের ডাক শুনতে পেয়ে বার্তাটা সাকিবের কাছে পৌঁছে দিলেন। একজন বললেন, ‘সাকিব ভাই, আপনাকে ডাকে তামিম ভাই।’ এরপর ফুটবল রেখে সাকিব হাঁটা শুরু করেন তামিমদের দিকে।

এর আগে আন্তর্জাতিক এক গণমাধ্যমকে বোর্ড সভাপতি জানান, তামিম-সাকিবের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তারা একে অপরের সঙ্গে কথা বলেন না। তাদের মধ্যে দ্বন্দ্ব চুকাতে চেষ্টা করেছিলেন আগের কোচ রাসেল ডোমিঙ্গো এবং পাপান নিজেও। তবে তা মিটাতে পারেনি। এ বক্তব্য দেওয়ার এক দিন পরই অবশ্য তার এ বক্তব্য ঘুরিয়ে ফেলে পাপন। সে সময় পাপন বলেন, তিনি এমন কিছু দেখেনি। সব কিছুই মিডিয়া থেকে শোনা। বাইরে থেকে শোনা।

ইত্তেফাক/এসএস