রাজধানীর শাহবাগের পাঠক সমাবেশ কেন্দ্রে শনিবার (৪ মার্চ) বিকাল ৫টায় ‘সুবর্ণগ্রাম আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। কবি শাহেদ কায়েসের পরিচালনা ও সঞ্চালনায় ও পাঠক সমাবেশের সার্বিক সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে ‘প্রান্তরে বাঁধিনু অন্তর’ এই বিষয়ের ওপর আড্ডায় অংশগ্রহণ করেন কবি-প্রাবন্ধিক ফেরদৌস নাহার, কথাসাহিত্যিক পলি শাহীনা, কথাসাহিত্যিক মঈনুল হাসান ও কবি-প্রাবন্ধিক স্নিগ্ধা বাউল।
সাহিত্যের কেন্দ্র ও প্রান্ত; ভিনদেশে বসে বাংলা সাহিত্য চর্চা এবং ডায়াসপোরা সাহিত্য নিয়ে আড্ডা দেন তাঁরা। আড্ডা শেষে প্রশ্নোত্তর পর্বে কবি আশরাফ জুয়েল এই বিষয়ের ওপর তাঁর মতামত প্রকাশ করেন।
দ্বিতীয় পর্বে ছিল নির্বাচিত কবিদের কবিতা পাঠ। অনুষ্ঠানে কবি ফেরদৌস নাহার, কবি মতিন রায়হান, কবি আহমেদ ফিরোজ, কবি মেঘ অদিতি, কবি জুনান নাশিদ, কবি শাহেদ কায়েস, কবি আশরাফ জুয়েল, কবি অতনু তিয়াস, কবি রুমিয়া রুমি, কবি মনিরুজ্জামান মিন্টু, কবি স্নিগ্ধা বাউল, কবি মন্দিরা এষ, কবি শরাফত হোসেন, কবি রিশতিয়াক আহমেদ, কবি জুবায়ের শাওন ও কবি রিংকু রাহী কবিতা পাঠ করেন।