বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাস সেরার লড়াইয়ে জাদেজা-ব্রুক-মোটি

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:৩৪

ফেব্রুয়ারিতে ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ সেরা হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি। নারীদের ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ও ইংল্যান্ডের ন্যাট সিভার।

ফেব্রুয়ারির সেরা হওয়ার জন্য মনোনয়ন পাওয়া নারী ক্রিকেটার

মঙ্গলবার (৭ মার্চ) গেল মাসের সেরা বাছাইয়ের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জাদেজা। দুই টেস্টে ১৭ উইকেট নিয়েছেন তিনি। দিল্লিতে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৭ উইকেট নেন জাদেজা। প্রথম টেস্টে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন তিনি। জাদেজা অলরাউন্ড নৈপুণ্যে প্রথম দুই টেস্টেই জয় পায় ভারত। দু’টি ম্যাচেই সেরা খেলোয়াড় হওয়ায় প্রথমবারের মত মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় নাম তুলেন জাদেজা।

গেল বছর সেপ্টেম্বরে টেস্ট অভিষেকের পর দারুণ ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করে চলেছেন ব্রুক। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনটি সেঞ্চুরিতে ডিসেম্বরে আইসিসির সেরা খেলোয়াড় হয়েছিলেন ব্রুক। গেল মাসে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টে ১টি সেঞ্চুরিতে ৩২৯ রান করেন ব্রুক। গেল মাসে জিম্বাবুয়ে সফরে ১৯ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের মোটি। সিরিজ সেরা খেলোয়াড় হন তিনি। দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে ওয়েস্ট ইন্ডিজ।

ইত্তেফাক/জেডএইচ