সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্বাস্থ্যকর্মীদের বেতন না দেওয়ায় সিভিল সার্জনের বাসভবন ঘেরাও 

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২১:৫৪

করোনাকালীন উপজেলা পর্যায়ে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের বরাদ্দ করা অর্থ উত্তোলন করার পরেও পরিশোধ না করা ও পালিয়ে যাওয়ার খবর পেয়ে রংপুর সিভিল সার্জনের বাসভবন ঘেরাও করেছে শতশত বিক্ষুদ্ধ স্বাস্থ্যকর্মীরা। 

জানা যায়, রংপুরের বদলি হওয়া সিভিল সার্জন ডা. শামীম আহাম্মেদ গোপনে রংপুর ত্যাগ করার খবর পেয়ে শত শত স্বাস্থ্যকর্মী তার বাসভবন ঘেরাও করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে। তারা পাওনা টাকা পরিশোধ না করে তাকে যেতে দেবে না বলে ঘোষণা দিয়ে তার বাস ভবনের সামনে অবস্থান নিয়েছে।
 
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ করোনাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে করোনার টিকা প্রদান করেছে। সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ ২৫ লাখ টাকা সিভিল সার্জন উত্তোলন করে আত্মসাৎ করার জন্য তার কাছে রেখেছে। ইতিমধ্যে তাকে ঝিনাইদহে সিভিল সার্জন হিসেবে বদলি করায় স্বাস্থ্যকর্মীদের টাকা না দিয়েই গোপনে মঙ্গলবার দুপুরে রংপুর ত্যাগ করার চেষ্টা করে। খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা তার বাস ভবন ঘেরাও ও বিক্ষোভ করে। তারা টাকা দিয়ে তাকে রংপুর ত্যাগ করার আহবান জানায়। 

সিভিল সার্জন ডা. শামীম আহাম্মেদ টাকা উত্তোলনের কথা স্বীকার করলেও পুরো টাকা ক্যাশিয়ারের কাছে আছে বলে দাবি করেন। কিন্তু ক্যাশিয়ার বলেছেন টাকা সিভিল সার্জনের কাছে আছে। সুরাহা না হওয়া পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা তাদের অবস্থান অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে। 

ইত্তেফাক/পিও