শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যদের শ্রদ্ধা

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৪:২১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তাবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যরা। এর আগে সমাধির বেদির সামনে দাঁড়িয়ে এক মিনিট  নিরবতা পালন করেন তারা।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে কমিটিন অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইত্তেফাক/আরএজে