বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার নলুয়া মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এ ঘটনা থানায় মামলা হয়েছে।
আহত মাইনুল ইসলাম (২৮) একই এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে জানা গেছে, ঘটনার দিন প্রতিপক্ষ জামাল ও নুর আলম হাং গংরা পরিকল্পিতভাবে বাদীপক্ষের জমিতে জবর দখল নিতে যায়। এসময় বাধা দেওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ আরিফ ও মাইনুলসহ কয়েকজনকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার চেষ্টাসহ শরীরের বিভিন্ন অঙ্গ গুরুতর জখম করে পালিয়ে যায়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মামলা নিয়েছি। আহতরা ঢাকায় চিকিৎসা নিচ্ছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।